October 11, 2024

ফরচুন নিউজ ২৪

বরিশালের বাকেরগঞ্জে যুবলীগ নেতাকে কুপিয়ে রক্তাক্ত জখম

1 min read

বরিশাল জেলার বাকেরগঞ্জের ফরিদপুর ইউনিয়নে যুবলীগ নেতাকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে ফরিদপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড যুবলীগ সভাপতি ও ইউনিয়ন পরিষদের মেম্বার জহিরুল ইসলাম মামুনকে হত্যার উদ্দেশ্যে মাথা, চোখসহ শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে জখম করেছে গোলাম সরোয়ার সবুজ সহ তার সন্ত্রাসী বাহিনী। আহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর ইউনিয়নের গোলাম সরোয়ার সবুজ অবৈধভাবে জমি দখল করার চেষ্টাকালে তাকে বাঁধা প্রদান করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার ও যুবলীগ নেতা মামুন। এ সময় তাদের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এর ফলশ্রুতিতে পরবর্তিতে মামুনকে একাকী পেয়ে হত্যার উদ্দেশ্যে মাথা, চোখসহ ও শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে জখম করে। পরে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায় সবুজ ও তার সন্ত্রাসী বাহিনী। এরপর এলাকাবাসী মামুনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ আজিজ বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরবর্তীতে বিস্তারিত জেনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

About The Author