December 12, 2024

ফরচুন নিউজ ২৪

বরিশালের বাকেরগঞ্জের ৪ শিশুর মামলার কার্যক্রম স্থগিত ॥ শিশুদের নিরাপত্তার নির্দেশ

1 min read

বরিশালের বাকেরগঞ্জ থানায় চার শিশুর বিরুদ্ধে করা ধর্ষণ মামলার কার্যক্রম স্থগিত করেছে হাই কোর্ট। একই সঙ্গে ঐ চার শিশু ও তাদের পরিবারকে নিরাপত্তা দিতে পুলিশকে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। রবিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেন। আগামী ২২ নভেম্বর আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। গত ৮ অক্টোবর রাতে কোর্ট বসিয়ে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে থাকা চার শিশুকে গাড়িতে করে বাড়ি পৌঁছে দেয়ার নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত। নির্দেশের পর বরিশাল নারী ও শিশু আদালত তাৎক্ষণিকভাবে শিশুদের জামিন প্রদান করেন। পরের দিন খুব সকালে চার শিশুকে বাড়িতে পৌঁছে দেয়া হয়। হাই কোর্টের নির্দেশে রবিবার চার শিশুকে নিয়ে হাজির হয় বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম। একই সঙ্গে হাজির হন বরিশালের জ্যেষ্ঠ বিচারিক হাকিম এনায়েত উল্লাহ। পরে এ বিষয়ে শুনানি নিয়ে হাইকোর্ট রুল নিষ্পত্তি না করা পর্যন্ত চার শিশুর মামলার সকল কার্যক্রম স্থগিত করার পাশাপাশি শিশুদের নিরাপত্তায় ব্যবস্থা নিতে থানাকে উচ্চ আদালত নির্দেশ দেন।

About The Author