January 22, 2025

ফরচুন নিউজ ২৪

বরিশালের কীর্তনখোলার ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

1 min read

বরিশালের কীর্তনখোলা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি। শুক্রবার বিকেলে বরিশাল কীর্তনখোলা নদীর ভাঙ্গন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন কালে তিনি বলেন, বরিশাল নগরীর বাসিন্দাদের জলাবদ্ধতার হাত থেকে রক্ষায় কীর্তনখোলা নদীর সংযোগ ৫টি খাল পুনখনন করার নির্দেশনা দেয়া হয়েছে। তিনি গতকাল শুক্রবার নগর সংলগ্ন জাগুয়া এলাকার ভাঙ্গন পরিদর্শনকালে জানান কীর্তনখোলার সাথে সংযোগ ৫টি খাল পুনখনন এবং একই সাথে নদীর তীরে ফ্লাট ওয়াল নির্মানে প্রকল্প দিতে প্রধান প্রকৌশলীকে নির্দেশ দেয়া হয়েছে। যাতে বন্যা বা জোয়ারের পানি শহরে প্রবেশ করতে না পারে। স্লুইচ গেট দিয়ে নদীর পানি শহরে প্রবেশ করতে পারবে না, তবে যাতে শহরের ড্রেনেজ পানি নেমে যেতে পারে সেই ব্যবস্থা থাকবে। এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শফিউদ্দিন, নির্বাহী প্রকৌশলী দীপক চন্দ্র দাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান, মহানগর আওয়ামী লীগ নেতা মাহামুদুল হক খান মামুন, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।

About The Author