December 12, 2024

ফরচুন নিউজ ২৪

বঙ্গবন্ধু টি-২০ কাপ ২০২০ :  “ফরচুন বরিশাল” এর চূড়ান্ত দল ঘোষণা

1 min read

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফট শেষে চূড়ান্ত হয়েছে ফরচুন বরিশালের স্কোয়াড। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের নিয়মিত পারফর্মারদের নিয়ে শক্তিশালী দল গঠন করেছে বরিশাল।

‘এ’ গ্রেড থেকে দলটি স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক ও দেশসেরা ওপেনার তামিম ইকবালকে। দলে আছেন তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহীর মত শীর্ষস্থানীয় পেসাররা। এছাড়া বিসিবি প্রেসিডেন্টস কাপে ঝলমলে পারফরম্যান্স করা ইরফান শুক্কুরও আছেন দলে।

তরুণদের মধ্যে আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান, সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লবের মত জাতীয় দলের ক্রিকেটাররা দলে স্থান পেয়েছেন। কামরুল ইসলাম রাব্বির মত অভিজ্ঞ ক্রিকেটারের পাশাপাশি দলে আছেন সুমন খান, তৌহিদ হৃদয়, মাহদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমনের মত তরুণরাও।

ড্রাফটে দলটি মোট ১ কোটি ১৩ লাখ টাকা খরচ করেছে। ‘বি’ গ্রেড থেকে আছেন আফিফ, তাসকিন, ইরফান, মিরাজ ও রাহী; ‘সি’ গ্রেড থেকে আছেন সুমন, সাইফ, রাব্বি ও বিপ্লব এবং ‘ডি’ গ্রেড থেকে আছেন হৃদয়, তানভীর, অঙ্কন, ইমন, সায়েম ও শুভ।

ফরচুন বরিশাল এর চূড়ান্ত ক্রিকেটারদের তালিকা-

১/ তামিম ইকবাল

২/  ইরফান শুক্কুর

৩/ তাসকিন আহমেদ

৪/ আফিফ হোসেন

৫/ মেহেদী হাসান মিরাজ

৬/ আবু জায়েদ চৌধুরী রাহি

৭/ তৌহিদ হৃদয়

৮/ তানভীর ইসলাম

৯/ সুমন খান

১০/ মোহাম্মদ সাইফ হোসেন

১১/ আমিনুল ইসলাম বিপ্লব

১২/ মাহিদুল ইসলাম অঙ্কন

১৩/ মোহাম্মদ পারভেজ হোসেন ইমন

১৪/ কামরুল ইসলাম রাব্বি

১৫/ আবু সায়েম

১৬/ সোহরাওয়ার্দী শুভ

About The Author