January 22, 2025

ফরচুন নিউজ ২৪

বকেয়া পারিশ্রমিক পরিশোধের দাবীতে বরিশালে টেক্সটাইল মিল শ্রমিকদের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

1 min read

বরিশাল সোঁনারগাও টেক্সটাইল মিলের শ্রমিকদের বকেয়া পারিশ্রমিক পরিশোধ সহ কারখানা খুলে দেয়ার দাবীতে সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সোনারগাঁও টেক্সটাইলের শ্রমিক-কর্মচারীবৃন্দের ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সোনারগাঁও টেক্সটাইলের শ্রমিক-কর্মচারীবৃন্দের ব্যানারে সমাবেশ ও বিক্ষোভ মিছিল শেষে একই দাবীতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে।
সোঁনারগাঁও টেক্সটাইল মিলের শ্রমিক সংগঠক বেল্লাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদ আহ্বায়ক ইমরান হাবিব রুমন ও সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, শ্রমিক নেতা নুরুল হক ও হারুন শরীফ প্রমুখ। এসময় বক্তারা ৭ মাস ধরে বন্ধ থাকা সোঁনারগাও টেক্সটাইল মিলের শ্রমিকদের বকেয়া পারিশ্রমিক পরিশোধ সহ কারখানা খুলে দেয়ার দাবী জানান। সমাবেশ শেষে একই দাবীতে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে গিয়ে অবস্থান নেয়। প্রায় ১ ঘন্টা অবস্থান কর্মসূচী পালন শেষে শ্রমিকদের পক্ষ থেকে একই দাবীতে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

About The Author