September 20, 2024

ফরচুন নিউজ ২৪

ফের ৬ দিনের রিমান্ডে রিজেন্টের সাহেদ

1 min read

পল্লবী থানার প্রতারণা ও চেক জালিয়াতির মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ ওরফে সাহেদ করিমের ফের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাসুদ-উর রহমানের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

এর আগে সাহেদকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। সাহেদের পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে জামিন নামমঞ্জুর করে সাহেদের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, করোনা টেস্ট নিয়ে প্রতারণার অভিযোগ উঠলে গত ৬ ও ৭ জুলাই উত্তরার রিজেন্ট হাসপাতাল এবং রিজেন্ট গ্রুপের প্রধান দপ্তরে র‌্যাবের অভিযান চালায়। অভিযানে করোনাভাইরাস পরীক্ষার ভুয়া রিপোর্ট, করোনাভাইরাস চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়াসহ নানা অনিয়মের প্রমাণ পাওয়ার পর রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা বন্ধ করে দেওয়া হয়।

অভিযান শুরুর পর থেকেই লাপাত্তা ছিলেন সাহেদ। গত ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে সাহেদকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাকে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়। এরপর বেশ কয়েকটি মামলায় তাকে কয়েক দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

About The Author