July 17, 2024

ফরচুন নিউজ ২৪

“ফরচুন বরিশাল” এর স্বত্বাধিকারীর বরিশাল আগমন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন

1 min read

বঙ্গবন্ধু টি২০ কাপ এ “ফরচুন বরিশাল” টিমের স্বত্বাধিকারী ফরচুন গ্রুপ অফ কোম্পানিজ এর চেয়ারম্যান জনাব মিজানুর রহমানের বরিশাল আগমন উপলক্ষে সংবর্ধনার আয়োজন করেছে ফরচুন সুজ লিমিটেড ও প্রিমিয়ার ফুটওয়ার লিমিটেড। সকাল ১১ ঘটিকায় চেয়ারম্যান মহোদয় কারখানায় প্রবেশের সাথে সাথে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপরে কেক কাটা হয় ও মিষ্টিমুখ করা হয়। এসময় মালিক-শ্রমিকদের মধ্যে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

দীর্ঘ চার বছর পর উজ্জীবিত হয়ে উঠেছে বরিশালের ক্রিকেটপ্রেমীরা। টানা চার বছর বরিশালের ক্রিকেট অনেকটাই থমকে ছিল। চার বছর আগে বিপিএল থেকে ছিটকে পড়ার পরে বরিশাল জাতীয় ভাবে কোন খেলায় অংশগ্রহণ করতে পারেনি।

আসন্ন বঙ্গবন্ধু টি ২০ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে ফরচুন বরিশাল দল গঠনের মধ্য দিয়ে বরিশালের ক্রিকেটপ্রেমীদের মধ্যে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। বরিশাল শহরের বিভিন্ন বাসার ছাদে দেখা গিয়েছে ফরচুন বরিশালের লোগো সম্বলিত পতাকা। ক্রিকেট প্রেমীরা বুকে ধারণ করেছে ফরচুন বরিশালের লোগো ও ব্যাচ। বিসিক শিল্পনগরীতে দেখা দিয়েছে অন্যরকম এক উৎসব। প্রতিটা কারখানার সামনে রয়েছে ফরচুন বরিশাল টিমকে অভিনন্দন জানিয়ে ব্যানার ও পোস্টার। কারখানার সামনে উড়ছে ফরচুন বরিশালের লোগো সম্বলিত পতাকা।

ফরচুন বরিশালে রয়েছে তামিম ইকবালের মতো অভিজ্ঞ প্লেয়ার, রয়েছে মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, জাতীয় দলের প্লেয়ার সোহরাওয়ার্দী শুভ, আবু জায়েদ রাহি, বরিশালের প্লেয়ার কামরুল ইসলাম রাব্বি।

জুনিয়র সিনিয়রদের নিয়ে একটি শক্তিশালী দল গঠন করেছে ফরচুন বরিশাল। বরিশালের ক্রিকেটপ্রেমীদের এখন একটাই দাবী ফাইনাল খেলবে ফরচুন বরিশাল, কাপ নিয়ে আসবে ফরচুন বরিশাল।

ফরচুন বরিশাল দল:
তামিম ইকবাল (অধিনায়ক), তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, সাইফ হাসান, সোহরাওয়ার্দী শুভ, কামরুল ইসলাম রাব্বি, ইরফান শুক্কুর, আবু জায়েদ রাহি, তৌহিদ হৃদয়, মাহিদুল আলম অংকন, সুমন খান, তানভির ইসলাম, আবু সায়েম, পারভেজ ইমন। দলটির প্রধান কোচ: সোহেল ইসলাম, ম্যানেজার: হাসিবুর হাসান শান্ত।

About The Author