December 12, 2024

ফরচুন নিউজ ২৪

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রীর সুস্থতা কামনা করলেন প্রধানমন্ত্রী

1 min read

করোনা আক্রান্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের দ্রুত সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রবিবার প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম গণমাধ্যমকে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে লেখা একটি চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও তার স্ত্রীর সুস্থতা কামনা করেন।

চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দুভার্গ্যজনকভাবে আপনি কভিড-১৯ আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন শুনে দুঃখ পেয়েছি। আশা করি আপনি ও মেলানিয়া ট্রাম্প খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। কভিড-১৯ থেকে সুস্থ হয়ে শিগগিরই কাজ শুরু করবেন।

করোনাভাইরাস থেকে যুক্তরাষ্ট্রের মানুষের জীবন বাঁচাতে এবং এর ক্ষতি মোকাবিলায় নেওয়া উদ্যোগগুলোর পাশাপাশি ট্রাম্পের নেতৃত্ব ও দৃঢ় আত্মবিশ্বাসের প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

About The Author