November 24, 2024

ফরচুন নিউজ ২৪

পিরামিডের সামনে প্রাচীন মিশরীয় পোশাকে ফটোশুট, গ্রেফতার মডেল

1 min read

প্রাচীন মিশরীয় সভ্যতার নির্দশন পিরামিডের সামনে ‘উস্কানিমূলক’ পোশাকে ফটোশুট করিয়েছেন মডেল সালমা এলশিমি। এই ফটোশুট  করার দায়ে ফটোশিল্পীসহ গ্রেফতার হয়েছেন তিনি। প্রাচীন মিশরীয় পোশাকের এই ফটোশুটের পর ছবিগুলো এলশিমি তার ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে শেয়ার করেন।

এরপরই মিশরীয় সামাজিক মাধ্যমে ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেকেই অভিযোগ করেন, এলশিমি ও তার ফটোশিল্পী উভয়ই স্থানীয় পর্যটন বিধি লঙ্ঘন করেন। সামাজিক মাধ্যমে অনেকের এমন ক্ষোভ ও দাবির মুখে রোববার (৩০ নভেম্বর) এলশিমি ও তার ফটোগ্রাফারকে গ্রেফতার করে পুলিশ।

এদিকে এমন ফটোশুটের জন্যে পুলিশের বিরুদ্ধেও অভিযোগ ‍ওঠেছে। মিশরের নিটেজেনদের দাবি পুলিশের পুরোপুরি গাফিলতি রয়েছে- তা না হলে এলশিমি এ ধরনের পোশাকে এখানে ফটোশুট করতে পারতেন না। পুলিশের বিরুদ্ধেও যেনো ব্যবস্থা নেওয়া হয়।

এদিকে রক্ষণশীল অসংখ্য মিশরীয় রেগে গিয়ে এলশিমিকে গালিগালাজও করেছেন। তাদের দাবি, প্রাচীন মিশরীয় সভ্যতার প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থান যেনো কোনোভাবেই কলুষিত না হয়।

About The Author