July 17, 2024

ফরচুন নিউজ ২৪

পিছিয়ে থেকেও নিজের জয় ঘোষণা করলেন ট্রাম্প

1 min read

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার (৪ নভেম্বর) হোয়াইট হাউজ থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন রিপাবলিকান এ প্রার্থী।

ভাষণে ট্রাম্প অভিযোগ করেন, ডেমোক্র্যাটরা তার সমর্থকদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করেছে। তিনি বলেন, ‘আমেরিকান জনগণের সঙ্গে এ এক জালিয়াতি হয়েছে। এটি আমাদের দেশের জন্য লজ্জার। আমরা নির্বাচনে জয়ী হওয়ার প্রস্তুতি নিচ্ছি। খোলাখুলিভাবে বললে বলতে হয়, আমরা নির্বাচনে জিতে গেছি।’ ট্রাম্প ভিত্তিহীনভাবে নিজেকে বিজয়ী ঘোষণা করলেও এখন পর্যন্ত পাওয়া ফল অনুযায়ী তিনি পুনর্নির্বাচিত হয়েছেন বলা যায় না। কারণ, দোদুল্যমান অঙ্গরাজ্যের ভোট গণনা এখনও শেষ হয়নি। তবে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের দেয়া তথ্যমতে, নির্বাচনে ট্রাম্পের পুনর্নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি।

About The Author