পাইকারি বাজারে আজও কমেছে পেঁয়াজের দাম
1 min readভারত থেকে পেঁয়াজ আসার খবরে দফায় দফায় পাইকারি বাজারে কমছে পেঁয়াজের দাম। তিনদিনে পাইকারি বাজারে দেশি পেঁয়াজের দাম কেজিতে কমেছে ২৫ টাকা পর্যন্ত। আমদানি করা ভারতীয় পেঁয়াজের দাম কমেছে ১০ টাকা। একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।
রাজধানীর কারওয়ানবাজারে আজ সোমবার (২১ সেপ্টেম্বর) দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়। ভারতীয় পেঁয়াজ ৫২ থেকে ৫৫ টাকায়। গতকালও প্রায় একই দামে বিক্রি হয় পেঁয়াজ। বিক্রেতারা বলছেন, আটকে থাকা ভারতীয় পেঁয়াজের বড় অংশ পঁচে যাওয়ায় তা বিক্রি করা যাচ্ছে না।
পেঁয়াজ নষ্ট না হলে ভারতীয় পেঁয়াজ আরও কম দামে বিক্রি হতো বলেও জানান তারা। এদিকে, ক্রেতারা বলছেন, পেঁয়াজের সংকট না থাকলে দাম আরও কমা উচিত।