May 18, 2024

ফরচুন নিউজ ২৪

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ করোনায় আক্রান্ত

1 min read

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তার নমুনা পরীক্ষার রিপোর্টের ফল পজেটিভ আসে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান।

তিনি জানান, বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে আছেন। তবে তার কোনও শারীরিক জটিলতা নেই।

খালিদ মাহমুদ চৌধুরী নবম জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ উপজেলা) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর দশম ও একাদশ সংসদ নির্বাচনেও তিনি জয়ী হন। একাদশ সংসদ নির্বাচনের পর তিনি নৌ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। এছাড়া খালিদ মাহমুদ তিন দফায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

About The Author