December 2, 2024

ফরচুন নিউজ ২৪

নৌবাহিনীর একটি বাস নিয়ন্ত্রণ  হারিয়ে খাদে 

1 min read

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়ায় নৌবাহিনীর একটি বাস নিয়ন্ত্রণ  হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ৩১ জন নৌবাহিনীর সদস্য আহত হয়।

মঙ্গলবার বিকাল পৌনে ৪ টার দিকে মহাসড়কের বানিয়াপাড়া এলাকায় ঢাকা থেকে চট্টগ্রাম পতেঙ্গা বানৌজা ঈসা খাঁ বেস যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়।
দাউদকান্দি ফায়ার সার্ভিসের এসও ফয়েজ আহমেদ জানান, সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল পৌছি। হাইওয়ে পুলিশ, ট্রমালিংক ও স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত নৌ সদস্যদের উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে প্রেরণ করা হয়। বাসটিতে মোট ৩১ জন নৌসদস্য ছিলেন।

ঘটনাস্থল পরিদর্শন করে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান জানান, মিশন থেকে দেশে ফিরে নৌবাহিনীর ৩১ জন সদস্য তাদের নিজস্ব বাসে চট্টগ্রাম বানৌজা ঈসা খাঁ বেস  যাচ্ছিলেন। পথিমধ্যে বানিয়াপাড়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। আহতদের উদ্বার করে গৌরীপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এর মধ্যে ৮ জনকে কুমিল্লা সিএমএইচ পাঠানো হয়েছে।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শাহিনূর আলম সুমন জানান, আহত ১৮ নৌবাহিনীর সদস্যকে চিকিৎসা দেয়া হয়। তাদের মধ্যে ৮ জনকে কুমিল্লা সিএমএইচ পাঠানো হয় এবং এর মধ্যে তিন জনের অবস্থা আশংকাজনক রয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সরকার আবদুল্লাহ আল মামুন বলেন, আহতদের চিকিৎসা শেষে নৌবাহিনীর নিজস্ব অন্য গাড়িযোগে তাদের চট্টগ্রাম নেয়া হয়। রেফার ৮ জনকে এ্যাম্বুলেন্সযোগে কুমিল্লা সিএমএইচ পাঠানো হয়।  দুর্ঘটনা কবলিত গাড়িটি নৌবাহিনীর নিজস্ব রেকার দিয়ে নিয়ে যাওয়া হয়।

গৌরীপুর হাসপাতালে চিকিৎসা নেয়া আহত নৌবাহিনীর সদস্যরা হলেন, মো: মোকবুল হোসেন (৪২), মো: জহিরুল ইসলাম (৩৬), মো: সহিদুল ইসলাম (২৮), মো: আব্দুল মুকিত (২৬), মো: ফখরুল ইসলাম (৫০), আব্দুল্লাহ আল সুবাহান (৫০), মো: এমদাদ হোসেন (৫০), মো: আনোয়ার হোসেন (৪০), মো: বেলাল হোসেন (৪২), মো: মুজাহিদ হাসান (৩৮), মো: শহিদুল ইসলাম (৩২), মো: রফিকুল ইসলাম (৩৬), মো: মেহেদী হাসান (২৬), মো: মিজানুর রহমান (২৫), মো: বোরহান উদ্দিন (২৮), মো: দিদারুল আলম (৪৪), আব্দুল হামিদ (৩৮) এবং মো: আলিম হোসেন (৩৮)।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: মোহাম্মদ জামাল উদ্দিন আহতদের তথ্য নিশ্চিত করেন। আহত বাকী সদস্যদের ট্রমালিংক ঘটনাস্থলে  চিকিৎসা সেবা প্রদান করেন।

 

About The Author