July 14, 2024

ফরচুন নিউজ ২৪

নেত্রকোনায় ট্রলার ডুবিতে নিহতের সংখ্যা ১৪, নিঁখোজ অনেক

1 min read

নেত্রকোনা জেলার সীমান্তবর্তী কলমকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের বাওশালী রাজনগর (বন্দি) গ্রামে গুমাই নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় ১৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নৌকাটিতে ৩৫ জনের মত যাত্রী ছিল এর মধ্যে ৩জন তীরে উঠে এসেছে বলে জানা গেছে। উদ্ধরকৃত লাশের মধ্যে ২জন শিশু ও ৫জন মহিলাসহ ১৪ জন রয়েছে। যাত্রীবাহী নৌকার সঙ্গে বালুবাহী ট্রলারের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

কলমাকান্দা উপজেলার ইউএনও সোহেল রানা এবং থানার ওসি (তদন্ত) সিরাজুল ইসলাম ঘটনাস্থলে থেকে উদ্ধার কাজ চালাচ্ছেন। স্থানয়ী ডুবুরিরাও সেখানে কাজ করছেন বলে জানা গেছে। জানা গেছে, যাত্রীবাহী ট্রলারটি সুনামগঞ্জ জেলার মধ্যনগর থেকে নেত্রকোনার ঠাকুরাকোনায় আসার পথে এই দুর্ঘটনা ঘটে।

About The Author