December 12, 2024

ফরচুন নিউজ ২৪

নতুন বাবা-মায়ের জন্য কুরআনে উল্লেখিত ৫ দোয়া

1 min read

একটি ছোট্ট শিশুর জন্মলাভের মধ্য দিয়ে নতুন বাবা মায়ের জন্ম হয়, পরিপূর্ণ হয় একটি পরিবার। আমাদের সম্মানিত নবী রাসূলদের সবাই সন্তান জন্মের আগে ও পরে আল্লাহর কাছে প্রার্থনার ব্যাপারে বেশ সজাগ ছিলেন। আর ইসলাম একটি শিশুর পূর্ণ বিকাশে যত্নশীল হওয়াকে খুবই গুরুত্ব প্রদান করে। এজন্য কুরআনেও কিছু দুআ শিখিয়ে দেয়া হয়েছে।

রাসূল সা. উম্মাহর সংখ্যাগরিষ্ঠতা পছন্দ করতেন। সন্তান গর্ভে আসার পর প্রত্যেক বাবা মায়ের নিয়মিত কিছু দুআ করা উচিত। সন্তানের নিরাপত্তা ও প্রতিপালনের জন্যে নবীগণ যে দুআ করেছিলেন সেগুলো মূলত আমাদের জন্য প্রেরণার উৎস।

চমৎকার আকুতিভরা এই দুআগুলো নতুন বাবা-মায়েরা শুধু সন্তান লাভের জন্যে নয়, সন্তান গর্ভে আসা ও ভূমিষ্ঠ হওয়ার পরেও করা উচিত। যাতে আদুরে সন্তানটি নেক, সুস্থ ও দ্বীনদার হিসেবে ভূমিষ্ঠ হয়।

পবিত্র কুরআনে আল্লাহর উল্লেখ করা সেই দুআগুলো চলুন অর্থসহ বুঝে আত্মস্থ করে নিই–

এক.

رَبِّ اجْعَلْنِىْ مُقِيْمَ الصَّلٰوةِ وَمِنْ ذُرِّيَّتِى, رَبَّنَا وَتَقَبَّلْ دُعَآء

উচ্চারণ: রাব্বিজ’আলনী মুক্বীমাস সলাতি ওয়ামিন জুররিইইয়্যাতী, রাব্বানা ওয়া তাক্বাব্বাল দুআ।
অর্থ: হে আমার পালনকর্তা, আমাকে নামায কায়েমকারী করুন এবং আমার সন্তানদেরকেও। হে আমাদের পালনকর্তা, এবং কবুল করুন আমাদের দুআ। [সূরা ইবরাহীম, আয়াত :৪০]

দুই.

رَبِّ لَا تَذَرْنِي فَرْدًا وَأَنتَ خَيْرُ الْوَارِثِينَ

অর্থ: রাব্বি লা-তাযারনী ফারদাওঁ ওয়া আনতা খাইরুল ওয়ারিছীন।
অর্থ: হে আমার পালনকর্তা আমাকে একা রাখবেন না। আর আপনি উত্তম উত্তরাধিকারী। [সূরা আম্বিয়া, আয়াত: ৮৯]

তিন.

رَبِّ هَبْ لِي مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ

উচ্চারণ: রাব্বি হাবলী মিল্লাদুনকা জুররিইয়্যাতান ত্বাইয়্যিবাতান, ইন্নাকা সামীউ’দ দুআ’ই।
অর্থ: হে আমাদের প্রভু! আপনার কাছ থেকে আমাকে পূত-পবিত্র সন্তান দান করুন। নিশ্চয় আপনি প্রার্থনা কবুলকারী। [সূরা আলে ইমরান, আয়াত: ৩৮]

চার.

رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ

উচ্চারণ: রব্বি হাবলী মিনাস সালেহীন।
অর্থ: হে পরওয়ারদিগার! আমাকে একজন সৎকর্মশীল পুত্র সন্তান দান করুন৷” [সূরা সাফফাত, আয়াত: ১০০]

পাঁচ.

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

উচ্চারণ: রব্বানা হাবলানা মিন আযওয়া-জ্বিনা ওয়া যুররিইয়্যা-তিনা ক্বুররতা আ’ইয়ুনিঁও ওয়াজ্ব’আল্না-লিলমুত্তাক্বীনা ইমা-মা।
অর্থ: “হে আমাদের প্রতিপালক! আমাদের স্ত্রী ও সন্তান-সন্ততিদের আমাদের জন্য নয়ন প্রীতিকর করো এবং আমাদেরকে সংযমীদের আদর্শস্বরূপ করো।” (সুরা ফুরকান:৭৪)

পবিত্র কুরআনের এই পাঁচটি দুআ মহান আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন তাঁর প্রিয় মানুষদের মাধ্যমে। আল্লাহ আমাদের দুনিয়া ও আখিরাতে আমাদের সন্তানদের সফলকাম ও সম্মানিত করুন।

About The Author