September 20, 2024

ফরচুন নিউজ ২৪

ধোনির মেয়েকে ধর্ষণের হুমকি : সেই কিশোর গ্রেফতার

1 min read

আইপিএলে পরপর খারাপ পারফরম্যান্সের জন্য মহেন্দ্র সিং ধোনির শিশুকন্যাকে সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দেওয়ার ৩ দিন পর সনাক্ত হয়েছে হুমকিদাতা। গতকাল রবিবার মুন্দ্রা এলাকার দ্বাদশ শ্রেণির এক ছাত্রকে চিহ্নিত করেছে গুজরাটের পুলিশ। অভিযুক্ত নাবালক হওয়ায় তাকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। পুলিশের দাবি, ধোনির মেয়ে জিভাকে ধর্ষণের হুমকি দিয়ে সেই কিশোর ছেলেটি ইনস্টাগ্রামে পোস্ট করেছিল বলে স্বীকার করেছে। তাকে এখন রাঁচি পুলিশের কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হবে।

আইপিএল-২০২০ মোটেই ভালো যাচ্ছে না চেন্নাই সুপার কিংস অধিনায়কের। বুধবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচেও ছিল তার পুনরাবৃত্তি। ওই ম্যাচে ধোনি ১২ বলে করেন ১১ রান। ১৬৮ রান তাড়া করতে নেমে তার দল হারে মাত্র ১০ রানে। এরপর গত বৃহস্পতিবার একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ধোনির মেয়ে পাঁচ বছরের জিভাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়। ধোনি বা তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের না হলেও স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করে রাঁচি পুলিশ।

তদন্তে নেমে রাঁচি পুলিশ মোটামুটি নিশ্চিত হয়, গুজরাটের মুন্দ্রা গ্রামের ওই কিশোরের অ্যাকাউন্ট থেকেই হুমকি পোস্ট করা হয়েছিল। সেই মতো কছ জেলার পুলিশকে তথ্য পাঠায় রাঁচি পুলিশ। পুলিশ সুপার সৌরভ সিং বলেন, ‘ঘটনার তদন্ত করছে রাঁচি পুলিশ। সেখানকার তদন্তকারীরা রবিবার আমাদের জানান, ওই পোস্টটি করেছে কছ-এর মুন্দ্রা গ্রামের এক কিশোর। রবিবারই আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি। সে ইনস্টাগ্রামে ধোনির মেয়েকে ধর্ষণের হুমকি দিয়ে পোস্টের কথা স্বীকার করেছে।’

পুলিশের এই উদ্যোগ এবং দ্রুততম সময়ে অভিযুক্তকে সনাক্ত করার ঘটনা প্রশংসিত হচ্ছে। তবে অভিযুক্ত নাবালক হওয়ায় তাকে গ্রেপ্তার বা আটক করা হয়নি জানিয়ে পুলিশ সুপার আরও বলেন, ‘অভিযুক্ত নাবালক। জুভেনাইল আইন অনুযায়ী কোনও মামলা ছাড়া তাকে আমরা গ্রেপ্তার বা আটক করতে পারব না। আমরা রাঁচি পুলিশের অপেক্ষায় আছি। তারা এখানে এসে পৌঁছলেই অভিযুক্তকে হস্তান্তর করব।’

About The Author