September 20, 2024

ফরচুন নিউজ ২৪

ধর্ষণের প্রতিবাদে আজ বিক্ষোভ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ

1 min read

সারাদেশে সংঘটিত ধর্ষণের প্রতিবাদে রোববার (২৭ সেপ্টেম্বর) বিক্ষোভ সমাবেশ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণ, নিপীড়ন ও ভয়ভীতি প্রদর্শনের সাথে সম্পৃক্ত অপরাধীদের এবং সিলেট এমসি কলেজ, খাগড়াছড়ি ও সাভারে ধর্ষণের ঘটনার সাথে জড়িত সবাইকে গ্রেফতারে অভিযান নিশ্চিতের দাবিতে এ বিক্ষোভের আয়োজন করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সকল নেতাকর্মীকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

About The Author