March 5, 2024

ফরচুন নিউজ ২৪

ধর্ষণকারীদের উপযুক্ত শাস্তির দাবীতে বরিশালে বাম গণতান্ত্রিক জোটের প্রতিবাদী সমাবেশ

1 min read

দেশব্যাপী অব্যাহত খুন, ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বরিশালে সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। রবিবার বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সংগঠনের বরিশাল শাখার উদ্যোগে এ প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়কারী দুলাল মজুমদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, গনসংহতি আন্দোলনের আহ্বায়ক দেওয়ান আব্দুর রশিদ নিলু, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মিজানুর রহমান এবং জেলা ইউনাইটেড কমিউনিস্ট লীগের সভাপতি নৃপেন্দ্র নাথ বাড়ৈ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, পঞ্চাশ বছর আগে পাকিস্তানী বর্বর সেনারা নারীর উপর যে নির্মম নির্যাতন করেছিল সেই ঘটনা দেশে অবার ফিরে এসেছে। বিচারহীনতার কারনে দেশে খুন, ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা বৃদ্ধি পেয়েছে। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে খুনি, ধর্ষক ও নারী নির্যাতনকারীদের উপযুক্ত শাস্তি দেয়ার দাবী জানান বক্তারা।

About The Author