April 20, 2025

ফরচুন নিউজ ২৪

দেশে পৌঁছেছে ভারতের উপহার ২০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন

মহামারী করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশকে দুই দেশের গভীর বন্ধুত্বের নিদর্শন হিসেবে ২০ লাখ ডোজ করোনা টিকা উপহার পাঠিয়েছে ভারত। আজ বৃহস্পতিবার এ টিকার চালান বাংলাদেশে পৌঁছে।

এছাড়া ভারত থেকে বেসরকারি উদ্যোগেও টিকা আনা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে করোনার টিকা প্রদান শুরু হতে পারে।

স্বাস্থ্যমন্ত্রী আশা প্রকাশ করে বলেছেন, বাংলাদেশ করোনা পরিস্থিতি মোকাবেলায় যেমন সফল হয়েছে তেমনি টিকা প্রয়োগেও সফল হবে।

About The Author