April 23, 2024

ফরচুন নিউজ ২৪

দলীয় পরিচয় অপরাধীর আত্মরক্ষার ঢাল হতে পারে না : কাদের

1 min read

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অপরাধীর পরিচয় তারা অপরাধী। দলীয় পরিচয় কোনো অপরাধীর আত্মরক্ষার ঢাল হতে পারে না।

আজ রবিবার নোয়াখালীর নিজ নির্বাচনী এলাকার বসুরহাট ও কবিরহাটে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে এ কথা বলেন।
ওবায়দুল কাদের সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

এ সময় নারী নির্যাতনকারীদের জন্য আওয়ামী লীগের দরজা চির দিনের মতো বন্ধ ঘোষণা করেছেন ওবায়দুল কাদের।

নোয়াখালীতে বিভিন্ন  উন্নয়নের কাজ চলমান আছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এখনো যেসব কাজ বাকি আছে বর্তমান সরকারের আমলেই তা শেষ করা হবে।

তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের জন্য সবকিছুই করা হবে।

এ সময় গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোন ধরনের উস্কানিমূলক পোস্ট ফেসবুকে না দেওয়ার নির্দেশ দেন।

About The Author