October 11, 2024

ফরচুন নিউজ ২৪

তাহসান করোনায় আক্রান্ত

1 min read

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন তাহসান।

কয়েক দিন আগে অভিনেত্রী তানজিন তিশা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সর্বশেষ একটি নাটকে তিশার সহশিল্পী হিসেবে কাজ করেন তাহসান। তিশার কোভিড-১৯ পরীক্ষার রেজাল্ট পজিটিভ আসার পর স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে থাকতে শুরু করেন তাহসান।

তাহসান বলেন—চলতি সপ্তাহে কোভিড-১৯ পরীক্ষার রেজাল্ট থেকে জানতে পারি আমি করোনায় আক্রান্ত। যদিও তার আগে থেকেই আমার করোনার অল্প কিছু উপসর্গ দেখা দিয়েছিল। এখন জ্বর নেই। মেজর কোনো সমস্যাও বোধ করছি না।

তবে তাহসান পেশীতে অল্প ব্যথা অনুভব করছেন। পাশাপাশি শারীরিক দুর্বলতা রয়েছে বলে জানিয়েছেন এই শিল্পী।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে গুঞ্জন শোনা যায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তাহসান খান। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করছেন তার ভক্তরা। ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাহসান বলেন—আপনাদের ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে! আমার স্বাস্থ্য জটিলতা নিয়ে আপনারা চিন্তিত হবেন না। দ্রুত সুস্থতার জন্য সবাই দোয়া করবেন।

About The Author