July 12, 2024

ফরচুন নিউজ ২৪

ঢাকায় মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত

1 min read

চলতি মৌসুমে ঢাকা শহরে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে আজ। ভোর ৪টা থেকে সকাল সাড়ে ৬টার মধ্যে এই বৃষ্টি হয়।

মঙ্গলবার (১১ মে) সকালে আবহাওয়াবিদ  মো. শাহিনুল ইসলাম বলেন , ঢাকায় আজ ২৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ভোর ৪টা থেকে সকাল প্রায় সাড়ে ৬টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। এ বছর ঢাকা শহরে এটাই সর্বোচ্চ বৃষ্টি।

এদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়ের আবহাওয়ার পূর্বাভাসে বলা আছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

About The Author