November 25, 2024

ফরচুন নিউজ ২৪

ঝালকাঠিতে ক্ষেতের ধান খাওয়ায় পুড়ে মরল ৩৩ পাখির ছানা

1 min read

ঝালকাঠিতে ক্ষেতের ধান খাওয়ায় ৩৩টি বাবুই পাখির বাচ্চা পুড়িয়ে মারার ঘটনা ঘটেছে। শুক্রবার (০৯ এপ্রিল) দুপুরে নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামে এই ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, ক্ষেতের ধান খাওয়ায় ওই গ্রামের সিদ্দিক মার্কেটের সামনের তাল গাছে থাকা বাবুই পাখির বাসায় আগুন ধরিয়ে দেন কৃষক জালাল সিকদার। আগুনে পুড়ে ৩৩টি বাবুই ছানা মারা যায়।

তার এমন নিষ্ঠুর কাজে এলাকার পাখিপ্রেমী অভিজিৎ আজ শনিবার (১০ এপ্রিল) ঝালকাঠি বন বিভাগকে একটি লিখিত অভিযোগ করেছেন বলে জানা গেছে।

এ বিষয়ে কৃষক জালাল গণমাধ্যমকে বলেন, আমার ক্ষেতের ধান প্রতিদিন পাখি খেয়ে ফেলায় আমি লোকসানের মুখে পড়েছি। এ জন্য মেজাজ গরম থাকায় পাখির বাসা নষ্ট করেছি। আমি এজন্য অনুতপ্ত।

ঝালকাঠি সদর উপজেলার বন কর্মকর্তা কার্তিক চন্দ্র মণ্ডল গণমাধ্যমকে বলেন, বিষয়টি শুনেছি। আমরা খোঁজ নিয়ে দেখব।

 

About The Author