September 20, 2024

ফরচুন নিউজ ২৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথমবর্ষ ভর্তির তারিখ ঘোষণা

1 min read

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও প্রফেশনাল কোর্স প্রথম বর্ষের ভর্তির অনলাইন আবেদন ফরম বিতরণের তারিখ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৫ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এ তথ্য জানিয়েছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদদের সভাপতিত্বে ভর্তি কমিটির সভায় ৮ জুন থেকে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির ফরম পূরণ করতে পারবেন। এটি ২২ জুন পর্যন্ত চলবে। অন্যদিকে প্রফেশনাল কোর্সের অনলাইন আবেদন ফরম পূরণ ২৩ জুন থেকে শুরু হয়ে ১১ জুলাই পর্যন্ত চলবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।

এছাড়াও সভায় করোনা কালীন ১০ মাসের সেশনজট কমিয়ে আনার বিষয়ে দ্রুত বিশেষ একাডেমিক ক্যালেন্ডার প্রণয়নের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়।

বিস্তারিত পাওয়া যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।

About The Author