জম্মু-কাশ্মীরে গোলাগুলিতে নিহত ৪
1 min readভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে বিদ্রোহীদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর গোলাগুলিতে ৪ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোট সাড়ে পাঁচটার দিকে জম্মুর নাগরোটা জেলায় এই গোলাগুলির ঘটনা ঘটে।
খবরে বলা হয়েছে, হাইওয়ের এক টোল প্লাজার কাছে নিরাপত্তাবাহিনীর সদস্যদের সঙ্গে বিদ্রোহীদের গোলাগুলি হয়। এতে চার বিদ্রোহী নিহত হয়েছে। বাসে করে তারা জম্মু থেকে কাশ্মীরের দিকে যাচ্ছিল।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, টোলের কাছে নিরাপত্তা বাহিনীর সন্দেহ হওয়ায় বাস থামানো হয়। সেখানেই সংঘর্ষ বাধে। জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক আপাতত বন্ধ রাখা হয়েছে। শুরু হয়েছে তল্লাশি। ঘটনায় আহত হয়েছেন দুই সেনা। তাদের অবস্থা এখন স্থিতিশীল।
এর আগে বুধবার বিকেলে পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর ওপর বিদ্রোহীরা গ্রেনেড ছোঁড়ে বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম। চক কাকাপোরায় সিআরপিএফের ৪১ নম্বর ব্যাটেলিয়নের বাঙ্কার লক্ষ্য করেই ছোঁড়া হয়েছিল গ্রেনেডটি। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হওয়ায় রাস্তায় সাধারণ মানুষের ওপর গিয়ে পড়ে।