April 23, 2024

ফরচুন নিউজ ২৪

ছাগল খেয়ে নিল গুরুত্বপূর্ণ সব কাগজপত্র

1 min read

কথায় আছে ‘পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়’। এবার সত্যিই ছাগলের উদ্ভট খাবার প্রীতির দৃষ্টান্ত মিললো যুক্তরাষ্ট্রে। প্যাট্রোল ডিউটিতে থাকা পুলিশ কর্মকর্তার গাড়িতে উঠে কাগজপত্র সব খেয়ে নিল ছাগল! ঘটনাটি ঘটেছে জর্জিয়ার ডগলাস কাউন্টি শেরিফের অফিসের একজন ডেপুটি পুলিশ কর্মকর্তার সঙ্গে। ডিউটিতে থাকাকালীন তাঁর সঙ্গে যে এমন ঘটনা ঘটবে তা তিনি কল্পনাও করতে পারেননি ৷

ডগলাস কাউন্টি শেরিফ অফিসের একটি ফেসবুক পোস্ট অনুসারে, ওই পুলিশ অফিসার কিছু কাগজপত্র দিতে একটি বাড়িতে গিয়েছিলেন। তিনি ফিরে এসে দেখেন, একটি ছাগল তাঁর গাড়িতে উঠে বসেছে এবং সমস্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র গপ গপ করে খেয়ে ফেলছে! এই দৃশ্য দেখে রীতিমতো হতভম্ব হয়ে যান তিনি।

শেরিফের অফিস সূত্রে জানা গেছে , ‘ওই কর্মকর্তা বলেছেন যে তিনি প্রতিদিন যে সংখ্যক বাড়িগুলোতে যান এবং প্রায় নিয়মিতই নিজের গাড়ির দরজা খুলে রেখে দেন ৷ কারণ সেই বাড়িগুলোতে বেশ কিছু কুকুর তাঁকে এর আগেও সমস্যায় ফেলেছিল। সাধারণত তিনি গাড়িটি তাই ওইভাবেই রাখেন।’

ওই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ডেপুটি ছাগলের কাছ থেকে কাগজপত্র উদ্ধার করার চেষ্টা করছেন কিন্তু ছাগল কিছুতেই ছাড়তে চাইছে না। ছাগলটিকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন কিন্তু ছাগল আর সরছে না। এমনকী, ওই মুহূর্তে দুটি কুকুর এসেও হাজির হয় এবং ঘেউ ঘেউ করতে শুরু করে।

মুহূর্তের মধ্যে ফেসবুকে এই পোস্ট ভাইরাল হয়ে যায়৷ ভিডিওটি এরই মধ্যে প্রায় সাড়ে তিন লাখ মানুষ দেখেছেন। প্রায় পাঁচ হাজার মানুষ লাইক করেছেন এবং সাড়ে চার হাজারের কাছাকাছি শেয়ার হয়েছে। নেটিজেনরা কমেন্টেও ভরিয়ে দিয়েছেন যে ভিডিওটিতে ৷

About The Author