December 8, 2023

ফরচুন নিউজ ২৪

চলে গেলেন সেক্টর কমান্ডার সি আর দত্ত

1 min read

চলে গেলেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) সি. আর. দত্ত বীর উত্তম। স্থানীয় সময় সোমবার রাত ১১ টা ১৫ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।

৩ মেয়ে ও ১ ছেলে রেখে গেছেন সি. আর. দত্ত। তাঁর একমাত্র ছেলে ডা. চিরঞ্জিব দত্ত রাজা বিষয়টি নিশ্চিত করেছেন।

চিত্ত রঞ্জন দত্ত (সি আর দত্ত) ১৯২৭ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। মহান মুক্তিযুদ্ধে তিনি ৪ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন। তিনি সেক্টর কমান্ডার্স ফোরামের সাথে যুক্ত ছিলেন।

About The Author