ঘাস-পাতার গন্ধে ঘর থেকে পালায় মশা
1 min readমশার কামড়ে ডেঙ্গুসহ বিভিন্ন ধরনের রোগ হয়। দিন-রাত মশার কামড়ে অতিষ্ট হতে হয়। এবার জেনে নিন যেসব জিনিসের গন্ধে মশা ঘর থেকে দূর হয়।
পুদিনা পাতা: মশা দূর করার জন্য পুদিনা পাতা ব্যবহার করা হয়। এই পাতা ঘরের বিভিন্ন স্থানে রেখে দিলে ঘর থেকে মশা দূর হয়।
রসুন: রসুনের কড়া গন্ধ মোটেই পছন্দ নয় মশাদের। এমনকি যাঁরা রসুন বেশি খায়, তাদের রক্ত পান করাও খুব একটা পছন্দ নয় মশাদের।
নিমপাতা: নিম পাতা ঘরে রাখলে এর গন্ধে ঘর থেকে মশা দূর হয়।। মশার কামড় থেকে বাঁচতে গায়ে হাত পায়ে নিম তেল মেখে নিতে পারেন।
লেমনগ্রাস: লেমনগ্রাসের নির্যাস থেকে তৈরি তেলের গন্ধও মশা দূরে রাখতে সাহায্য করে।
বেসিল: বেসিল পাতার গন্ধ পছন্দ নয় মশাদের। বাড়িতে এই গাছ রাখতেই পারেন। এই গাছের পাতার নির্যাস থেকে তৈরি তেল মশা দূর করতে খুবই কার্যকরী।