November 23, 2024

ফরচুন নিউজ ২৪

‘গণতান্ত্রিক পাকিস্তান মার্কিন স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ’

1 min read

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টা পর হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন, গণতান্ত্রিক পাকিস্তান যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ।

এর আগে সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান যুক্তরাষ্ট্রকে দায়ী করে আসছে। ইমরান খান বলেন তার বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজনে যুক্তরাষ্ট্রের হাত আছে। কিন্তু জো বাইডেনের প্রশাসন বিষয়টি প্রত্যাখ্যান করে আসছে।

জেন সাকি বলেন, পাকিস্তানের সঙ্গে দীর্ঘমেয়াদে সহযোগিতামূলক সম্পর্কের গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্র। ক্ষমতায় যেই থাকুক না কেন, এ অবস্থান অপরিবর্তিত থাকে বলেও উল্লেখ করেন তিনি।

প্রেসিডেন্ট জো বাইডেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে ফোন করবেন কি না, এমন প্রশ্নের জবাবে হোয়াইট হাউজের এই কর্মকর্তা বলেন, ভবিষ্যতে ফোন করবেন কি না, এ সময়ে দাঁড়িয়ে আগাম মন্তব্য করবেন না তিনি। তবে বিভিন্ন পর্যায়ে তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে বলে জানান জেন সাকি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০২১ সালে ক্ষমতায় আসার পর থেকে বিশ্বের অন্যান্য অনেক নেতার সঙ্গে টেলিফোনে কথা বললেও ইমরান খানের সঙ্গে কখনো বলেননি।

পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মূলত ২০২৩ সালের আগস্টে। কিন্তু তার আগেই অনাস্থা ভোটে হেরে ক্ষমতা ছাড়তে হয়েছে প্রধানমন্ত্রী ইমরান খানকে। অতীতের ধারা অনুসরণ করে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতৃত্বাধীন জোট সরকারের পতনও হয়েছে মেয়াদ পূর্ণ করার আগেই।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *