September 20, 2024

ফরচুন নিউজ ২৪

করোনা মোকাবিলায় সফল তিন সরকারপ্রধানের একজন শেখ হাসিনা

1 min read

কমনওয়েলথভুক্ত ৫৪ দেশের সরকারপ্রধানদের মধ্যে করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় শীর্ষ তিন নেতৃত্বে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ৪ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২১ উপলক্ষে দেয়া বিশেষ ঘোষণায় শীর্ষ তিন নেতৃত্বের নাম ঘোষণা করেন কমনওয়েলথের মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসি।

বিশেষ ঘোষণায় তিন দেশের সরকারপ্রধানকে ‘অসাধারণ নারী নেতৃত্ব ও গভীর অনুপ্রেরণা’ হিসেবে অভিহিত করেন কমনওয়েলথ মহাসচিব। বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মোকাবিলায় নিজ নিজ দেশে এ তিন সরকারপ্রধানের সফল নেতৃত্বের কথাও বিশেষভাবে উল্লেখ করেন তিনি।

শুক্রবার লন্ডনের বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমনওয়েলথ মহাসচিব বলেন, কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে তিনজন অসাধারণ নেতৃত্বের কথা উল্লেখ করতে চাই। তারা হলেন- নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন, বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোটলে ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরো বলেন, মহামারি করোনাভাইরাস মোকাবিলায় তারা নিজ নিজ দেশে অসাধারণ নেতৃত্বের স্বাক্ষর রেখেছেন। এ তিন ব্যক্তিত্ব বিশ্বের আরো অনেক নারীর পাশাপাশি আমাকে নারী-পুরুষ নির্বিশেষে সবার সম্মিলিত সুন্দর ভবিষ্যত এবং কল্যাণ সুনিশ্চিত ও সুরক্ষিত বিশ্ব গড়ে তোলার ব্যাপারে অনুপ্রেরণা যুগিয়েছেন।

About The Author