July 14, 2024

ফরচুন নিউজ ২৪

করোনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে বরিশাল জেলায় বিভিন্ন কর্মসূচী পালন

1 min read

করোনা মোকাবেলায় গণসচেতনতা তৈরিতে বরিশাল জেলায় নানামুখী কর্মসূচী বাস্তবায়ন করা হয়েছে। ইউএসএইড ও ইউকেএইডথএর আর্থিক সহযোগিতায় কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল ও রুপান্তরের সহায়তায় বেসরকারী উন্নয়ন সংস্থা আভাস মাঠ পর্যায়ে এ কাজ বাস্তবায়ন করেছে।

কর্মসূচীর মধ্যে ছিলো করোনা থেকে বাঁচতে মাইকযোগে সর্তকতামূলক সম্প্রচার ও সচেতনতামূলক লিফলেট তৈরি ও মানুষের মাঝে বিলি এবং সরকারি বিভিন্ন দপ্তরে সচেতনতামূলক সভা।

করোনা সচেতনতায় বরিশাল জেলা ও উপজেলা গুলোতে মাইকিং এবং লিফলেট বিতরন করা হয়। বরিশাল জেলা ও উপজেলা পর্যায়ে মহিলা বিষয়ক অধিদপ্তর, স্বাস্থ্য বিভাগ, মাধ্যমিক শিক্ষা দপ্তরের সাথে ৭৭ টি এবং বরিশাল জেলা ও উপজেলা পর্যায়ে করোনা প্রতিরোধ কমিটির সদস্যদের সাথে ৭৭ টি সভা অনুষ্ঠিত হয়েছে।

সরকারি কর্মকর্তাদের সাথে এই সভাসমূহে অংশগ্রহন করে বাল্যবিয়ে এবং নারী নির্যাতন প্রতিরোধে গঠিত প্লাটফর্মের সদস্যবৃন্দ। সভায় দ্বায়িত্বরত কর্মকর্তাগন করোনাকালে চিকিৎসা, শিক্ষা ও রাষ্ট্রীয় নানান প্রণোদনায় নারীকে অগ্রাধিকার প্রদানের অঙ্গিকার এবং এর সাথে বাল্যবিয়ে প্রতিরোধে সকলে আরও সক্রিয় হবে বলে জানিয়েছেন।

About The Author