December 12, 2024

ফরচুন নিউজ ২৪

করোনা টেস্ট করালেন মুশফিক-সৌম্য-মাহমুদউল্লাহরা

1 min read

ক্রিকেটারদের করোনা পরীক্ষা শুরু করার মধ্য দিয়ে শ্রীলংকা সফরের আনুষ্ঠানিকতা শুরু করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সবকিছুই দারুণ গতিতে এগুচ্ছিল। ক্রিকেটাররা নিজেদের ফিরে পেতে নিয়মিত ব্যক্তিগত অনুশীলন করছিলেন। ফিটনেসের পাশাপাশি নিজেদের স্কিলগুলোও ঝালিয়ে নিচ্ছিলেন। কিন্তু সাপোর্ট স্টাফে অনাকাঙ্খিত করোনা হানা দেওয়াতে বন্ধ হয়ে যায় অনুশীলন। পরবর্তীতে ক্রিকেটারদের সুরক্ষার কথা বিবেচনায় এনে করোনা টেস্টের পরিকল্পনা করে বিসিবি।

সেই ধারাবাহিকতায় সোমাবার ক্রিকেটারদের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। দুই দিনের এই পরীক্ষার প্রথম দিনে ঢাকার ১৭ জন ক্রিকেটার এবং ৭ জন সাপোর্ট স্টাফ মিলিয়ে মোট ২৪ জনের করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনা টেস্টের নমুনা দেওয়ার জন্য ক্রিকেটারদের বাইরে যেতে হয়নি বিসিবি মেডিকেল ইউনিটের তত্ত্বাবধানে নমুনা সংগ্রহ করা হয়েছে।

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি বলেন, আজকে (সোমবার) ২৪ জনের টেস্ট হয়েছে। এখানে সাপোর্টিং স্টাফও আছে। বাকিদের কালকে (আজ) টেস্ট হবে। ২৪ ঘন্টার মধ্যে তারা ফলাফল জেনারেট করবে।

About The Author