January 3, 2025

ফরচুন নিউজ ২৪

করোনা কালীন সময়ে বরিশালের সংবাদপত্র বিক্রয়কর্মীদের পাশে দারিয়েছে রূপালী ব্যাংক

1 min read

করোনা কালীন সময়ে বরিশালে সংবাদপত্র বিক্রয়কর্মীদের আর্থিক সহযোগিতা দিয়ে পাশে দাঁড়িয়েছে রূপালী ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা। বরিশালের ১শ অসহায় সংবাদপত্র বিক্রয়কর্মীর প্রত্যেককে ৫শ’ টাকা হিসেসে মোট ৫০ হাজার টাকা আর্থিক সহযোগিতা দিয়েছে তারা। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় নগরীর রূপালী ব্যাংক জোনাল কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আর্থিক সহযোগিতা তুলে দেওয়া হয়। রূপালী ব্যাংক লিমিটেড-এর মহাব্যবস্থাপক ও বরিশাল বিভাগের প্রধান উজ্জল কুমার দে বলেন, করোনার কারণে কর্মহীন মানুষের সঙ্গে সংবাদপত্র বিক্রয়কর্মীরাও অসহায় হয়ে পড়েছে। তাদের কথা চিন্তা করে বরিশালে রূপালী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা সামান্য সহযোগিতা করার জন্য অর্থ সংগ্রহ করে। কর্মকর্তা-কর্মচারীরা সাধ্য অনুযায়ী ৫০ হাজার টাকার একটি অনুদান সংগ্রহ করে। সেই অর্থ সংবাদপত্র বিক্রয়কর্মীদের হাতে তুলে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এরকম কর্মসূচি পালন করবে বলেও জানান উজ্জল কুমার দে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রূপালী ব্যাংক লিমিটেড-এর উপ মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার রোকোনুজ্জামান, উপ-মহাব্যবস্থাপক আমির হোসেন, বরিশাল সদর রোড কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক ফরহাদ হোসেন খান, জোনাল অফিসের সহকারী মহাব্যাবস্থাপক জামাল উদ্দিন, শেখ সাইফুল ইসলাম, এসএম মাসুম, সিবিএ নেতা জাকির হোসেন, বরিশাল সদর হকার্স ইউনিয়নের সভাপতি মাজাহারুল ইসলাম বাদল, বরিশাল হকার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম কালু।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *