September 20, 2024

ফরচুন নিউজ ২৪

করোনা আক্রান্ত হয়ে সিএমএইচে ভর্তি পরিকল্পনামন্ত্রী

1 min read

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করানো হয়েছে। আজ মঙ্গলবার পরিকল্পনা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান করোনা পজিটিভ। তবে তার তেমন কোনো শারীরিক সমস্যা নেই। কিন্তু বয়স বিবেচনায় চিকিৎসকের পরামর্শে আজ দুপুর সাড়ে ১২টায় তাকে সিএমএইচে ভর্তি করা হয়েছে। তার আশু রোগ মুক্তির জন্য দেশবাসীসহ সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

এছাড়া পরিকল্পনা কমিশনের সচিব পদমর্যাদার আর্থ সামাজিক বিভাগের সদস্য আবুল কালাম আজাদও করোনা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসেংযোগ কর্মকর্তা শাহেদুর রহমান।

About The Author