July 27, 2024

ফরচুন নিউজ ২৪

করোনায় আক্রান্ত ডোনাল্ড ট্রাম্প হাসপাতালে

1 min read

কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর ২৪ ঘণ্টা না পেরোতেই তাকে জাতীয় সামরিক চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্থানীয় সময় শুক্রবার বিকেলে হাসপাতালে ভর্তি করা হয়।

আগামী কয়েকদিন তাকে হাসপাতালে কাটাতে হবে এমনটাই জানানো হয়েছে হোয়াইট হাউজের পক্ষ থেকে।

হোয়াইট হাউজের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার প্রেসিডেন্টের জ্বর আসার কারণে তাকে সতর্কতা হিসেবে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। তবে প্রেসিডেন্ট কিছুটা ক্লান্ত থাকলেও সুস্থ আছেন এবং মানসিকভাবে শক্ত রয়েছেন। তার চিকিৎসক ও বিশেষজ্ঞদের পরামর্শক্রমে পরবর্তী কয়েকদিন তিনি ওয়াল্টার রিড থেকে তার অফিস করবেন।

গত বৃহস্পতিবার ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হোপ হিকসের করোনা সংক্রমণ ধরা পড়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়ার শরীরেও ভাইরাস শনাক্ত হয়। মেলানিয়া সুস্থ থাকলেও শুক্রবার সকাল থেকে করোনার কিছু লক্ষণ প্রকাশ পেতে শুরু করে ট্রাম্পের।

যুক্তরাষ্ট্রের ওয়াল্টার রিড ওয়াশিংটন ডিসির শহরতলিতে অবস্থিত সবচেয়ে বড় ও বিখ্যাত সামরিক চিকিৎসা কেন্দ্র। এখানেই মার্কিন প্রেসিডেন্ট ও তার পরিবারের সদস্যরা বাৎসরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য যান।

About The Author