April 23, 2024

ফরচুন নিউজ ২৪

করোনায় আক্রান্ত এমপি পঙ্কজ দেবনাথ

1 min read

সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বর্তমানে তিনি ঢাকায় নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। শুক্রবার বিকেলে তার করোনা পজিটিভ ফল আসে।

তিনি বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য।

আইসোলেশনে থাকা সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ মুঠোফোনে তার করোনা আক্রান্ত হওয়ার খবর সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত বুধবার তিনি জ্বরে আক্রান্ত হন। সঙ্গে শরীরব্যথা অনুভব করেন। এরপর তিনি করোনা পরীক্ষা করান। পরীক্ষার ফলে জানতে পারেন তিনি করোনা পজিটিভ। জ্বর ও শরীরব্যথা ছাড়া তার অন্য কোনো উপসর্গ নেই বলে তিনি জানালেন। চিকিৎসকের পরামর্শে তিনি বাড়িতে আইসোলেশনে (সঙ্গ নিরোধ) আছেন।

About The Author