September 20, 2024

ফরচুন নিউজ ২৪

করোনার টিকা নিলেন পররাষ্ট্রমন্ত্রী

1 min read

করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রতিরোধে টিকা নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি এ টিকা নেন।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের ভবনে ভার্চুয়ালি দেশব্যাপী করোনার টিকাদান কার্যক্রম উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। ওই দিনই একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী, বিচারপতিসহ উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ টিকা গ্রহণ করেন।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে করোনার টিকা দেয়ার মধ্য দিয়ে বাংলাদেশে বহুল প্রতীক্ষিত টিকাদান কার্যক্রম শুরু হয়। রাজধানীর ৫০টি হাসপাতাল ও সারাদেশে ৯৫৫টি হাসপাতালসহ মোট এক হাজার পাঁচটি হাসপাতালে টিকাদান কার্যক্রম চলছে।

About The Author