October 11, 2024

ফরচুন নিউজ ২৪

কঙ্গনার ওপর চটেছে শিবসেনা

1 min read

তিনবার জাতীয় পুরস্কার পাওয়া ভারতের অভিনেত্রী কঙ্গনা রনৌতের ওপর চটেছে মহারাষ্ট্রের ক্ষমতাসীন দল শিবসেনা। সহকর্মীদের বিরুদ্ধে একের পর এক তোপ দেগে চলেছেন কঙ্গনা। বলেছেন, বলিউডে মাদকচক্র চলে। রণবীর কাপুর, রণবীর সিংসহ আরও অনেক তারকাই মাদকাসক্ত। কঙ্গনার এমন মন্তব্যের পরই প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের উগ্রপন্থী দল শিবসেনা।

অভিনেত্রীর অভিযোগের পালটা উত্তর দিতে মুখ খোলেন সঞ্জয়। বলেন, মুম্বাইতে থাকতে যদি নিরাপত্তার অভাব বোধ করেন, তাহলে কঙ্গনা যেন আর ওই শহরে ফিরে না আসেন। মুম্বাই পুলিশকে তিনি অপমান করছেন। স্বরাষ্ট্রমন্ত্রণালয় যেন বিষয়টির ওপর নজর রাখে। শিবসেনা মুখপাত্রের ওই মন্তব্যের পর নিজের টুইটার হ্যান্ডেলে জবাব দেন কঙ্গনা। বলেন, সঞ্জয় রাউত তাকে প্রকাশ্যে হুমকি দিতে শুরু করেছেন। ফলে মুম্বাইকে তার ‘পাকিস্তান অধিকৃত কাশ্মীর’ বলে মনে হচ্ছে। কঙ্গনার ওই মন্তব্যের পর তাকে সোজা পুলিশের কাছে অভিযোগ দায়ের করার পরামর্শ দেন শিবসেনা মুখপাত্র। এ ছাড়া অভিনেত্রীর বিরোধীরা সোশ্যাল মিডিয়ায় ভীষণ চটেছেন।

About The Author