December 12, 2024

ফরচুন নিউজ ২৪

এ মাসেই ফ্লাইট শুরু ঢাকা থেকে সৌদি

1 min read

ঢাকা থেকে সৌদি আরবে এ মাসেই ফ্লাইট শুরু করবে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স। সপ্তাহে ২টি ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে এয়ারলাইন্সটি। শাহজালাল আন্তর্জাতিত বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ২৩ সেপ্টেম্বর থেকে ফ্লাইট পরিচালনা করার প্রস্তুতি নিয়েছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স। প্রাথমিকভাবে সপ্তাহে দু’টি ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি। পরবর্তীতে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করা হবে। করোনা মহামারির কারণে দেশে দীর্ঘদিন বন্ধ ছিল চীন ছাড়া সব আন্তর্জাতিক ফ্লাইট। ১৬ জুন থেকে সীমিত পরিসরে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল শুরু হয়। ফ্লাইট চালুর আগে স্বাস্থ্যবিধি জারি করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

About The Author