November 24, 2024

ফরচুন নিউজ ২৪

এসএমএস না পেলেও বুস্টার ডোজ!

1 min read

সারাদেশে করোনা প্রতিরোধক টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। আগে ষাটোর্ধ্ব নাগরিক এবং করোনার বিরুদ্ধে লড়াইয়ে সম্মুখসারির যোদ্ধারা এই ডোজের আওতায় আসবেন বলে জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

তবে, সোমবার (০৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, যেকোনো বয়সের রোগীরা এসএমএস না পেলেও টিকার বুস্টার ডোজ নিতে পারবেন।

এক্ষেত্রে, ওই রোগীকে তার অসুস্থতা সম্পর্কে প্রয়োজনীয় স্বাস্থ্যগত নথি দেখিয়ে পরে বুস্টার ডোজ নিতে হবে।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক জানান, বুস্টার ডোজ নেওয়ার বয়সসীমা কমানোর কথা ভাবা হচ্ছে। ভবিষ্যতে টিকা গ্রহীতাদের সুবিধাজনক যেকোনো কেন্দ্র থেকে বুস্টার ডোজ নিতে পারবেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *