December 12, 2024

ফরচুন নিউজ ২৪

উজিরপুরে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

1 min read

বরিশালের বানারীপাড়া উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী তরিকুল ইসলাম সোহাগকে ইয়াবাসহ গ্রেফতার করেছে উজিরপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে গুঠিয়া ইউনিয়নের হানুয়া গ্রামের দাসেরহাট সংলগ্ন রাসেল উদ্দিন রয়েলের সিমেন্টের দোকানের সামনের কাঁচা সড়কের উপর থেকে বানারীপাড়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের তোফাজ্জেল হোসেন হাওলাদারের ছেলে মাদক ব্যবসায়ী তরিকুল ইসলাম সোহাগ (২৭) কে ২৮ পিচ ইয়াবাসহ উজিরপুর মডেল থানার এস.আই নিজাম উদ্দিন গ্রেফতার করেন। এঘটনায় এস.আই নিজাম উদ্দিন বাদী হয়ে রোববার রাতেই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে, যার নং-৩০।

সোমবার সকালে তাকে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এব্যাপারে উজিরপুর মডেল থানার এস.আই নিজাম উদ্দিন বলেন, মাদক বেচা কেনার গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তরিকুলকে গ্রেফতার করা হয়েছে এবং তার সাথে থাকা গুঠিয়া ইউনিয়নের ইউপি সদস্য মনির হোসেন হাওলাদার পালিয়ে যায়। তরিকুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। সে থানার তালিকাভুক্ত  মাদক ব্যবসায়ী।

About The Author