October 11, 2024

ফরচুন নিউজ ২৪

আশঙ্কাজনক অবস্থায় ইউএনও কে ঢাকায় নেওয়া হয়েছে 

1 min read

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়েছে। তাকে নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে  বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

ইউএনও’কে হামলার ঘটনাটি ঘটেছে বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটায় তার সরকারি বাসভবনে। ২/৩ জন দুর্বৃত্ত প্রহরীকে আটকে রেছে মইয়ের সাহায্যে ভেন্টিলেটর দিয়ে তার বাসভবনে প্রবেশ করে। এর পর দুর্বৃত্তরা ইউএনও ওয়াহিদা খানম (৩৫)কে হাতুড়ি ধরনের কোন অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এ সময় বাসায় অবস্থানরত তার পিতা মুক্তিযোদ্ধা ওমর শেখ (৭২) এগিয়ে এলে তাকেও দুর্বৃত্তরা আঘাত করে। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে, কোন কারণ এখনও জানা যায়নি।

প্রশাসনের ধারনা, ইউএনও ওয়াহিদা খানমকে হত্যার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা এই হামলা চালিয়েছে। তবে, কি কারণে তা এখনো অনুমান করা যায়নি।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, দুর্বৃত্তদের ধরার প্রক্রিয়া চলছে।

About The Author