April 12, 2024

ফরচুন নিউজ ২৪

আল্লামা শফীর জানাজা আজ দুপুর ২টায়

1 min read

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর নামাজে জানাজা আগামীকাল শনিবার দুপুর ২টায় চট্টগ্রামের আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে এ সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছে হাটহাজারী মাদরাসার শুরা কমিটি। রাতেই ঢাকা থেকে মরহুমের মরদেহ চট্টগ্রামে নিয়ে যাওয়া হবে।

শুরা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, হাটহাজারী মাদরাসা সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হবে। এ লক্ষ্যে মাদরাসার শুরা কমিটি ও প্রশাসন বিস্তারিত পরিকল্পনা হাতে নিয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আল্লামা শাহ আহমদ শফী।

প্রসঙ্গত, দেশের শীর্ষ আলেম আল্লামা আহমদ শফীর শরীরের বাসা বাঁধে নানা রোগ। এ প্রবীণ আলেম ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

About The Author