November 22, 2024

ফরচুন নিউজ ২৪

আর্জেন্টিনার গ্রুপে মেক্সিকো, ব্রাজিলের গ্রুপসঙ্গী সুইজারল্যান্ড

1 min read

কাতারের দোহায় হয়ে গেলো ২০২২ সালের ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র। ব্রাজিলের কাফু, জার্মানির লোথার ম্যাথুজ, অস্ট্রেলিয়ার টিম কাহিল, ইরানের আলি দাইয়েদের উপস্থিতিতে আট গ্রুপে ভাগ করা হলো কাতার বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দলগুলোকে।

যেখানে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল পড়েছে জি গ্রুপে। তাদের গ্রুপে রয়েছে সুইজারল্যান্ড, সার্বিয়া ও ক্যামেরুন। চিরপ্রতিদ্বন্দ্বি আর্জেন্টিনা রয়েছে সি গ্রুপে। তাদের গ্রুপসঙ্গী মেক্সিকো, পোল্যান্ড ও সৌদি আরব। আপাতদৃষ্টিতে সবচেয়ে কঠিন গ্রুপে পড়েছে পর্তুগাল। এইচ গ্রুপে তাদের সঙ্গী উরুগুয়ে, ঘানা ও কোরিয়া। কাছাকাছি শক্ত গ্রুপ জার্মানিরও। তারা ই গ্রুপে আছে স্পেন ও জাপানের সঙ্গে। কোয়ালিফায়ার খেলে আসবে এই গ্রুপের চতুর্থ দল।

এক নজরে বিশ্বকাপের আট গ্রুপ

গ্রুপ এ: কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল, ইকুয়েডর
গ্রুপ বি: ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরান ও কোয়ালিফায়ার থেকে আসা দল
গ্রুপ সি: আর্জেন্টিনা, মেক্সিকো, পোল্যান্ড, সৌদি আরব
গ্রুপ ডি: ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া ও কোয়ালিফায়ার থেকে আসা দল
গ্রুপ ই: স্পেন, জার্মানি, জাপান ও কোয়ালিফায়ার থেকে আসা দল
গ্রুপ এফ: বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মরক্কো, কানাডা
গ্রুপ জি: ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া, ক্যামেরুন
গ্রুপ এইচ: পর্তুগাল উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া ও ঘানা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *