আপাতত ইউক্রেনে যাচ্ছেন না বাইডেন
1 min readচলতি সপ্তাহে ইউরোপ সফরকালে আপাতত ইউক্রেনে যাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় সোমবার (২০ জুন) সাংবাদিকরা তার ইউক্রেন সফর নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, এটি পরিস্থিতির ওপর নির্ভর করছে।
কিন্তু এরপরে তিনি বলেন ‘এই ট্রিপে, সম্ভবত নয়’, দীর্ঘ ছুটির সপ্তাহান্তে সমুদ্র সৈকতে হাঁটার সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় একথা জানান।
গত সপ্তাহে, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ইউক্রেন সফরে জার্মানি ও ইতালির প্রধানমন্ত্রীদের সঙ্গে যোগ দিয়েছিলেন এবং প্রধানমন্ত্রী বরিস জনসনও দু’বার ইউক্রেন সফর করেন।
মার্চের শেষের দিকে বাইডেন পশ্চিমে ইউক্রেনের সীমান্তবর্তী দেশ পোল্যান্ড পর্যন্ত গিয়েছিলেন।
মার্কিন প্রেসিডেন্ট আগামী শনিবার গ্রুপ অব সেভেন সামিটের জন্য জার্মানি যাচ্ছেন, তারপরে ন্যাটো নেতাদের সঙ্গে বৈঠকের জন্য মাদ্রিদে যাবেন।
বাইডেন বলেন যে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন এবং তার সাথে ‘সপ্তাহে প্রায় চারবার’ কথা বলেছেন।