January 22, 2025

ফরচুন নিউজ ২৪

আনুষ্ঠানিকভাবে মাঠে ফিরল বাংলাদেশের ক্রিকেট

1 min read

অবশেষে আনুষ্ঠানিকভাবে মাঠে ফিরল বাংলাদেশের ক্রিকেট। বিসিবি প্রেসিডেন্টস কাপ নাম দিয়ে ৫০ ওভারের ওয়ানডে টুর্নামেন্ট মাঠে গড়িয়েছে কিছুক্ষণ আগে।

‘মাহমুদউল্লাহ একাদশ’, ‘তামিম একাদশ’ ও ‘নাজমুল একাদশ’নামের তিনটি দল খেলছে এ টুর্নামেন্টে। আজ শুরুর দিনে মাঠে নিজেদের দল নিয়ে মুখোমুখি মাহমুদউল্লাহ ও নাজমুল হোসেন। এটি প্রস্তুতিমূলক টুর্নামেন্ট হলেও খেলাগুলোয় ঘরোয়া ক্রিকেটের ঝাঁজই থাকবে বলে আশা সকলের।

প্রেসিডেন্ট কাপের উদ্বোধনর করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। এর পরপরই করেনাভাইরাসে আক্রান্ত হয়ে বিসিবির যারা মৃত্যুবরণ করেছেন, তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

দুই দলে যারা যারা খেলছেন

মাহমুদউল্লাহ একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, লিটন দাস, মুমিনুল হক, নুরুল হাসান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, রুবেল হোসেন, আমিনুল ইসলাম, এবাদত হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান

নাজমুল হোসেন একাদশ: নাজমুল হোসেন একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), সাইফ হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, তাসকিন আহমেদ, ইরফান শুক্কুর, মুকিদুল ইসলাম, নাঈম হাসান, রিশাদ হোসেন, আল আমিন হোসেন।

About The Author