December 2, 2024

ফরচুন নিউজ ২৪

আদালতে জবানবন্দি দিচ্ছেন প্রধান আসামি লিয়াকত

1 min read

মেজর সিনহা হত্যা মামলার অন্যতম আসামি সাবেক ইন্সপেক্টর লিয়াকত আলী আদালতে জবানবন্দী দিচ্ছেন। দুপুরে জবানবন্দী রেকর্ড করতে লিয়াকতকে কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ’র আদালতে তাকে হাজির করা হয়।

এর আগে কক্সবাজার সদর হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। প্রধান আসামি লিয়াকত ঘটনার সময় কক্সবাজারের বাহারছড়া পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ ছিলেন।

এদিকে, আজ থেকে এই মামলার অন্য প্রধান দুই আসামি প্রদীপ কুমার দাশ ও নন্দদুলাল রক্ষিতের তৃতীয় দফায় চারদিনের রিমান্ড শুরু হয়েছে। গত ৩১ জুলাই টেকনাফের একটি পুলিশ চেকপোস্টে মেজর (অব.) সিনহা মো. রাশেদকে গুলি করে হত্যা করা হয়। নিহত মেজরের বোন আদালতে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশসহ ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এ হত্যা মামলায় গ্রেফতার সাত পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।

About The Author