November 14, 2024

ফরচুন নিউজ ২৪

আজ থেকে নগদ সহায়তা পাবেন ক্ষতিগ্রস্ত এক লাখ কৃষক

1 min read

দেশের ছয় জেলায় বজ্রপাতে ক্ষতিগ্রস্ত প্রায় এক লাখ কৃষককে রোববার থেকে নগদ সহায়তা প্রদান শুরু করবে সরকার।

মোবাইলের মাধ্যমে জিটুপি (গভর্নমেন্ট টু পারসন) পদ্ধতিতে এ সহায়তা কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মোবাইল ওয়ালেট সার্ভিস বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের নগদ সহায়তা দেয়া হবে।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, উদ্বোধনের তিনদিনের মধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের ২ হাজার ৫০০ টাকা প্রদান করা হবে। এতে প্রায় ২৫ কোটি টাকা ব্যয় হবে।

উল্লেখ্য, ২০২১ সালের ১ এপ্রিল থেকে গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোণা ও গাইবান্ধা জেলায় ৯৭ হাজার ৫৯৫ জন কৃষক বজ্রপাতে ক্ষতিগ্রস্ত হন। ক্ষতিগ্রস্ত প্রতি কৃষক আড়াই হাজার টাকা করে নগদ সহায়তা পাবেন।

 

About The Author