July 12, 2024

ফরচুন নিউজ ২৪

আগামীকাল বন্ধ থাকবে যুক্তরাষ্ট্র দূতাবাস

1 min read

আগামীকাল বুধবার (১১ নভেম্বর) আমেরিকান সৈনিক দিবস উপলক্ষে কনস্যুলার সেকশনসহ যুক্তরাষ্ট্র দূতাবাসের সব অফিস বন্ধ থাকবে। তবে দূতাবাস বন্ধ থাকলেও আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা অব্যাহত থাকবে। এজন্য তাদের জরুরি অ্যাপয়েন্টমেন্টের জন্য (০২) ৫৫৬৬-২০০০ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়েছে।

দূতাবাস সূত্রে জানা গেছে, করোনা মহামারির কারণে আমেরিকান সেন্টার, আর্চার কে ব্লাড লাইব্রেরি এবং এডুকেশন ইউএসএ অ্যাডভাইসিং সেন্টার জনসাধারণের জন্য এখন বন্ধ রয়েছে। ইন্টারনেটে ভার্চ্যুয়াল প্রোগ্রামের মাধ্যমে দূতাবাস সেবা ও তথ্য দিচ্ছে। দূতাবাসা আশা করছে, শিগগিরই জনসাধারণের জন্য আগের মতো সেবা দেওয়া সম্ভব হবে।

আগামী ১২ নভেম্বর থেকে সাধারণ কার্যদিবস অনুযায়ী আমেরিকান নাগরিকদের জন্য অ্যাপয়েন্টমেন্ট এবং জরুরিসেবা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

About The Author