October 11, 2024

ফরচুন নিউজ ২৪

‘অভিনয়’ নিয়ে আসছেন নোবেল

1 min read

ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপা প্রতিযোগিতার মাধ্যমে শ্রোতাপ্রিয় মাঈনুর আহসান নোবেল বর্তমানে তার বিভিন্ন মন্তব্যের কারণে বেশি আলোচিত। কিন্তু এবার গানে মনোযোগী হওয়ার চেষ্টা করছেন নোবেল।

কয়েকদিন আগে রেকর্ড শেষ করেছেন ‘অভিনয়’ শিরোনামে নতুন একটি গানের। গানটির কথা লিখেছেন আহমেদ রিজভী, সুর ও সংগীত পরিচালনা করেছেন আহমেদ হুমায়ূন। সাউন্ডটেকের ব্যানারে নতুন ২২টি গান প্রকাশ করবেন নোবেল। তার মধ্যে এটিও একটি। জানা গেছে, এ বিষয়ে নোবেল এ বিষয়ে প্রযোজনা প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছেন।

সাউন্ডটেক সূত্রে জানা যায়, আগামী ৭ নভেম্বর ‘অভিনয়’ শিরোনামের গানটি নোবেলের জন্মদিনে প্রকাশ করা হবে।

নোবেল তার তার নতুন গানটি প্রকাশের কয়েকদিন আগে ২ থেকে ৩ মিনিটের একটি ভিডিও বার্তা প্রকাশ করবেন। তিনি সেখানে তার বিগত দিনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন।

চলতি বছরের ৮ জুন ‘তামাশা’ শিরোনামের একটি গান প্রকাশিত হয় নোবেলের। কয়েক মাসের ব্যবধানে তিনি আসছেন ‘অভিনয়’ নিয়ে।

About The Author